হিজলের দেশে শৈশব রঙিন
প্রায় সকালেই যখন দেখতাম অজস্র হিজল ফুল দিঘির কালো জলে ভাসছে, ক্রমে দূরে সরে যাচ্ছে আরও—কি বিষম দুঃখ হতো তখন!
পাঠক, সাহিত্যের ছাত্র
প্রায় সকালেই যখন দেখতাম অজস্র হিজল ফুল দিঘির কালো জলে ভাসছে, ক্রমে দূরে সরে যাচ্ছে আরও—কি বিষম দুঃখ হতো তখন!
যেমন চুম্বনের অধীরতা বুঝিয়ে দেয়—মনের কন্দরে বয়ে চলা ঝড়ের বিস্তৃতি কতদূর গভীর।
দু'টি নাম—তাদের অদ্যাক্ষরের মতো যতোটা পাশাপাশি, ততোটাই কি নিকটবর্তী না—একসাথে জোছনা দেখার আকাশ?!
যে থাকে, না থাকার মতো তীব্র হয়ে—সে কোন মিছে আলিঙ্গনে বিস্মৃত হবে! কার মুঠোয় ঘামতে দিবে একান্ত আঙুলের রেখাগুলো?
কোথাও একটুখানি শান্তির সুবাতাস নেই। অস্থিরতার লু হাওয়া বইছে চারদিকে। বাতাসে ভাসছে কাতর শোকের মাতম...