পোস্টস

পোস্ট

অনাকাঙ্খিত প্রত্যাবর্তন

১১ ডিসেম্বর ২০২৩

জুয়েল কলিন্দ

মূল লেখক জুয়েল কলিন্দ

বিশ্বাস কর প্রিয়তমা এই মনে
আজ আর অবশিষ্ট নেই কন প্রেম
অনেক দিয়েছিলাম তোমায় ভালোবাসা;
তুমি নিলেনা। আমারও অভ্যেস নেই
ফেরত নেবার কিংবা অন্যকে দেবার।
তাই গলাধাক্বা খাওয়া অবহেলিত 
পথশিশুদের মতই আমার ভালোবাসারা 
মুখ থুবড়ে পড়ল মাটিতে।
সেখান থেকে জন্ম নিল কত শত বৃক্ষ........

ওরা আমার মতই নিঃস্বার্থ প্রেমিক
আজন্ম ভালোবাসা বিলোয় সর্বজনীন।
বাকি যা অবশিষ্ট ছিল মনের দেয়ালে,
আনাচে কানাচে, তোমার অবহেলার
আগুনে তারাও পুড়ে পুড়ে বাষ্প হয়ে 
অবশেষে মেঘ ঘটাল আকাশে 
আজ এতদিন পর চাইতে এলে 
নিঃস্ব আমার কাছে! কি দেব
আজ তোমায়?

তোমার জন্য কষ্ট হচ্ছে ভীষণ 
যেমন হত সবসময়। তুমি বরং
সেইসব বৃক্ষ আর বৃষ্টিদের 
কাছে যাও।
এতদূর পথ বয়ে আসার কষ্ট 
আর ক্লান্তিটুকু ওরা জুড়িয়ে দেবে
আমারি মতন নিঃস্বার্থ ভালোবাসায়।

ফের বলছি বিশ্বাস কর, আমার 
কাছে আর কিচ্ছুটি অবশিষ্ট নেই।
থাকলে তোমায় আজও খালি হাতে
ফেরাতাম না। যেমন ফেরাইনি 
আগেও কখনো।

রচনা কালঃ- 
০২ জানুয়ারী- ২০১৬
১৯ পৌষ- ১৪২৩।