পোস্টস

চিন্তা

গ্রিন কোজি কটেজ, বাড়ি# ০২, নিউ বেইলি রোড, ঢাকা- ১২১৭

১৩ মার্চ ২০২৪

Sajib Sen

মূল লেখক সজীব সেন

আমাদের সয়ে গেছে,
সয়ে গেছে মানুষ পোড়া গন্ধ
খেকো জিভের লালায় মগজ ডুবছে,
মুনাফা, লাভ-ক্ষতির হিসেবে
হিসেব না মেলায় দুশ্চিন্তা!


কংক্রিটের ইউনিট করা থরে থরে শ্মশান,
দাঁড়িয়ে আছে ব্যস্ত শহরের বাস্তবতা হয়ে।
খবরে, ব্যানারে, সোশ্যালে ফাঁপা শোকের পটপটানি,
সমব্যাথির মুখোশে ধান্দাবাজির কচকচানি,
এগ্রেসিভ মার্কেটিং-এর নতুন সংযোজন
ভয়হীন ২০০% নিরাপদ নিশ্চয়তা বিনোদন!


সময় হলো ভুলে যাওয়ার, ভুলেই তো যাচ্ছি।
প্রিয় মানুষের অস্তির ছাই অবেলায় বৃষ্টিতে ধুয়ে যায়,
উড়ে যায় দমকা হাওয়ায় মিশে,
একবিংশ শতকে শোকের আয়ু ক্ষণস্থায়ী
অর্থহীন অর্থের মোহে বিবেকও অস্থায়ী!
১১০০, ১৬০০, ৩২০০ বর্গফুটের হিসেব কষে
করতে হবে সুরক্ষিত পরিবেশ বান্ধব নকশা,
শ্মশানে শোকরে শক্তি করে হবে ব্যবসা।


বেইলি রোডের গপ্প খতম,
ভিন্ন চরিত্র, একই নাটক,
ভিন্ন মঞ্চ, নতুন বীভৎসতার প্রতীক্ষা,
সবই আমাদের সয়ে গেছে
লোভের লালায় মগজ ডুবে
পারফিউমে মিশে গেছে
মানুষ পোড়া উৎকট গন্ধ...

লেখক সম্পর্কে

 সজীব সেন, দৃশ্যশিল্পী ও লেখক। নির্বাসিতের গল্প,(২০১৮) তার প্রথম একক শিল্প প্রদর্শনী যা ঢাকার ‘কলাকেন্দ্র’ এ অনুষ্ঠিত হয়। চারুকলা ও সৃজন প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ শিশু একাডেমী (কেন্দ্রীয় কার্যালয়), ঢাকাতে  কর্মরত আছেন। পাঞ্জেরী পাবলিকেশন্স তার প্রথম শিশুতোষ বই বাবার পোষা ড্রাগন অমর একুশে বইমেলা ২০২৩- এ প্রকাশ করে...
Sajib Sen Sajib Sen Visual Artist & Writer