পোস্টস

প্রবন্ধ

ঋষি সুনাকের এ জয় প্রগতিশীলতার নয় (প্রিমিয়াম)

১১ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক হাশি মোহামেদ

অনুবাদক রূপম আদিত্য

কঞ্জার্ভেটিভ পার্টির নেতা হওয়ার দ্বিতীয় সুযোগে সুনাকের জয়ী হওয়ার জন্য কেবল দরকার ছিলো লিজ ট্রাসের নেতৃত্বে অর্থনীতিতে ধস, বিশ্ববাজারে অস্থিরতা, এবং দলনেতা হিসেবে বরিস জনসনের ফিরে আসার হুমকি। এই দৌড়ে দেখা গেছে, বিজয়ী হওয়ার জন্য সুনাককে কেবল তাঁর পূর্বসূরিদের থেকে বেশি পরিশ্রমই করতে হয়নি, বরং এর আগের দলনেতা নির্বাচন থেকে পুরো দেশের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে তিনিই একমাত্র বিচক্ষণ প্রার্থী। হায়, কঞ্জার্ভেটিভ পার্টির সদস্যরা হয়তো তবুও একজন বাদামি-চামড়ার পুরুষের বিপরীতে একজন শ্বেতাঙ্গ নারীকেই ভোট দিতে চাইতেন, কিন্তু স্বস্তির বিষয় হলো এবার আর তাঁদের হাতে ভোট দেওয়ার ক্ষমতা নেই।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।