পোস্টস

প্রবন্ধ

সুদানের অদৃশ্য প্রতিরোধ: অপেক্ষার সময় ফুরিয়েছে (প্রিমিয়াম)

১১ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক নাদা ওয়ান্নি

অনুবাদক রূপম আদিত্য

ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত ছুঁইছুঁই, একজন বিখ্যাত সুদানি সংগীতশিল্পীর কন্সার্ট মাত্র শেষ হয়েছে। কন্সার্টে আগত বিশাল জনতা খার্তুমের পুরনো ওপেন থিয়েটার থেকে বেরোতে শুরু করলো। রাতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে তাঁরা শেষ গানগুলো শুনছিলেন। তাঁদের বেরিয়ে যাওয়া শুরু হতেই নেমে আসে এক অদ্ভুত, গম্ভীর নীরবতা। এরপর রাস্তায় ছড়িয়ে পড়েন তাঁরা, হঠাৎই স্বতঃস্ফূর্তভাবে তাঁদের কণ্ঠে উচ্চারিত হয় এক বিপ্লবী কবিতা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।