পোস্টস

গল্প

কুহকজাল (প্রিমিয়াম)

১৯ এপ্রিল ২০২৪

শামসুল আদনান

মূল লেখক শামসুল আদনান

আদরের দুলালদের জীবন ছন্নছাড়া ও উশৃংখল টাইপের হয়। অতি মায়ায় তারা ভুল পথে পরিচালিত হয় বেশি। লেখাপড়ার প্রতি অমনোযোগী হয় তারচেয়েও বেশি। সর্বক্ষণ তাদের ভিতর এক আত্মগরিমায় কাজ করে। যেকোনো কিছুর বিনিময়ে তারা তাদের কাঙ্খিত বস্তুটি পেতে চায়। বেহুদা জিনিসের প্রতি তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করে দেয়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।

লেখক সম্পর্কে

যেই জীবনকে আরাধনা বানিয়েছো তা মহাকালের অতি ক্ষুদ্র একটা অংশ।
যে জীবনের মৃত্যুতে তুমি সর্বহারা তা মৃত্যু নয়, সেটা মহাজীবনের শুরু মাত্র।
মহাকালের মহাজীবনের পয়গাম সর্বত্রস্থিত। শুধু অন্তর্দৃষ্টি খুলো সব দেখতে পাবে।
মনের যে সংকীর্ণতা সেটা নাম, যশ, উন্নত জীবন পরিবর্তন করতে পারেনা। বিশাল রাজপ্রাসাদে একটি হৃদয়কে ধারণ করার ক্ষমতা নাও থাকতে পারে। 
আবার কিছু হৃদয়ের বিশালতা এমন যে, কয়েকটা রাজপ্রসাদও ধারণ করতে পারে।
অন্তরের প্রাচীর ইট-পাথরের প্রাচীর থেকেও শক্ত ও দৃঢ়। ইট-পাথরের প্রাচীর ভাঙ্গা যতটা সহজ দু'টি হৃদয়ের প্রাচীর ভাঙ্গা ততটাই কঠিন এবং কিছু ক্ষেত্রে অসম্ভবও।
শামসুল আদনান শামসুল আদনান লেখালেখি