পোস্টস

ফিকশন

বজ্জাত বউ (প্রিমিয়াম)

১৯ এপ্রিল ২০২৪

শামসুল আদনান

মূল লেখক শামসুল আদনান

ইদানীং রবিউল সাহেব আপন স্ত্রী নিহাকে দেখলেই মেজাজ বিগড়ে যায়। স্ত্রীর হাটার স্টাইল দেখলে ওর পাছায় লাথি মারতে মন চায়। আর স্ত্রীর সাজুগুজু দেখলে ওর মুখে থুথু ফেলতে ইচ্ছা করে তার। কিন্তু এসবের কিছুই তিনি করতে পারেন না।নিজেকে সবচে অসহায় মনে হয় তার। তিনি শুনেছেন পারস্য কবি শেখ সাদী 'রও দাজ্জাল স্ত্রী ছিল।তিনি মনে করেন তার স্ত্রী ঐ মহিলার চেয়েও ভয়ংকর।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।

লেখক সম্পর্কে

যেই জীবনকে আরাধনা বানিয়েছো তা মহাকালের অতি ক্ষুদ্র একটা অংশ।
যে জীবনের মৃত্যুতে তুমি সর্বহারা তা মৃত্যু নয়, সেটা মহাজীবনের শুরু মাত্র।
মহাকালের মহাজীবনের পয়গাম সর্বত্রস্থিত। শুধু অন্তর্দৃষ্টি খুলো সব দেখতে পাবে।
মনের যে সংকীর্ণতা সেটা নাম, যশ, উন্নত জীবন পরিবর্তন করতে পারেনা। বিশাল রাজপ্রাসাদে একটি হৃদয়কে ধারণ করার ক্ষমতা নাও থাকতে পারে। 
আবার কিছু হৃদয়ের বিশালতা এমন যে, কয়েকটা রাজপ্রসাদও ধারণ করতে পারে।
অন্তরের প্রাচীর ইট-পাথরের প্রাচীর থেকেও শক্ত ও দৃঢ়। ইট-পাথরের প্রাচীর ভাঙ্গা যতটা সহজ দু'টি হৃদয়ের প্রাচীর ভাঙ্গা ততটাই কঠিন এবং কিছু ক্ষেত্রে অসম্ভবও।
শামসুল আদনান শামসুল আদনান লেখালেখি