পোস্টস

প্রবন্ধ

যুগান্তকারী বিদ্রোহের মাঝে ইরানে সাংবাদিকতা হুমকির মুখে (প্রিমিয়াম)

৬ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক কুরোশ জিয়াবারি

অনুবাদক রূপম আদিত্য

সেপ্টেম্বরে নৈতিকতা পুলিসের হেফাজতে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুতে দেশজুড়ে শুরু হওয়া বিদ্রোহ ইরানের বৈশ্বিক মিডিয়া কভারেজে নতুন এক মাত্রা যোগ করেছে। মিডিয়ার চোখ এখন আর কেবল দেশটির পরমাণু কর্মসূচি, এবং যৌথ বিস্তীর্ণ পরিকল্পনায় প্রাণ ফিরিয়ে আনার জন্য থেমে থাকা আলোচনায় আটকে নেই, বরং এই মুহূর্তে তারা প্রচার করছে নিজেদের হারানো অধিকার ফিরে পেতে দৃঢ়সংকল্প ইরানি নারীদের বীরত্বগাথা। একই সাথে তুলে আনছে সেইসব সাধারণ মানুষের না-বলা গল্প, যে মানুষগুলো আজ যুগান্তকারী, নাটকীয় এক মুক্তিসংগ্রামের নায়ক।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।