পোস্টস

প্রবন্ধ

ব্রাজিলের তাণ্ডব যুক্তরাষ্ট্রের থেকেও ভয়াবহ (প্রিমিয়াম)

৬ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক রাফায়েল সাভকো গার্সিয়া

অনুবাদক রূপম আদিত্য

ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা তাদের নেতাকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক অভ্যুত্থানের দাবিতে গত ৮ জানুয়ারি প্রেসিডেন্টের বাসভবন, কংগ্রেস, এবং সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছে। ‘বোলসোনারিস্তা’ নামে পরিচিত এই সমর্থকেরা সুপ্রিম কোর্ট ভবনের জানালা এবং আসবাব ভাঙচুর করেছে। কংগ্রেস ভবনের ছাদে উঠে ব্যানার ওড়াতে দেখা গেছে তাদের, যাতে লেখা ছিলো ‘হস্তক্ষেপ চাই।’ তারা কাচের প্যানেল ভেঙে ফেলেছে, চুরি ও ধ্বংস করেছে অনেক শিল্পকর্ম। বোলসোনারোর সমর্থনে স্লোগান দিয়ে ঘুরে বেড়িয়েছে গোটা প্রেসিডেন্ট ভবন। এক পুলিস সদস্যকে ঘোড়া থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর করেছে তারা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।