পোস্টস

প্রবন্ধ

পেরুর আন্দোলনের পেছনের কাহিনী (প্রিমিয়াম)

৬ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক ওমার করোনেল

অনুবাদক রূপম আদিত্য

পেরুতে গত দুই মাস ধরে আন্দোলনের এক উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে সহিংসতা। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করে ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে ক্ষমতা গ্রহণের পর থেকেই এই অস্থিতিশীল পরিস্থিতির সূচনা। দেশজুড়ে সাধারণ মানুষ বোলুয়ার্তের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করছে। বোলুয়ার্তে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় এবং কঠোর দমন-পীড়নের মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই অভ্যুত্থানে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।