পোস্টস

প্রবন্ধ

জীবিত বন্ধু না মৃত নায়ক: কোন ইউক্রেনকে চায় ইউরোপ? (প্রিমিয়াম)

৬ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক কাতেরিনা মিশ্চেঙ্কো

অনুবাদক রূপম আদিত্য

নয় বছর আগে আমার শহর কিয়েভের প্রধান চত্বর ময়দানে এসে ভিড় করেছিলো অজস্র মানুষ, তাদের সবার হাতে ছিলো ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবং ইউক্রেনের পতাকা। ২০১৪ সালের সেই মর্যাদা বিপ্লব ছিলো ইউরোপের সর্বশেষ সফল গণতান্ত্রিক বিপ্লব। সেই বিপ্লবে আন্দোলনকারীদের জয় হয়েছিলো। আমরা এমন এক শাসকগোষ্ঠীকে উৎখাত করতে সফল হয়েছিলাম, যারা সক্রিয়ভাবে রাশিয়ার ইউক্রেন অধিগ্রহণে সহায়তা করছিলো। নয় বছর আগে ময়দানের জনসমুদ্র কাঁধে বয়ে নিয়েছিলো পুলিসের গুলিতে নিহত আন্দোলনকারীদের কফিন। বিষাদের ভার ছিলো পাহাড়সম, কিন্তু শোকের সুযোগ ছিলো সীমিত। ক্রাইমিয়ার অধিগ্রহণ শুরু হয়ে গিয়েছিলো। আমরা বুঝতে পেরেছিলাম, ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।