পোস্টস

প্রবন্ধ

ভূমিকম্পের পর নিপীড়নের শিকার তুর্কিয়ের নারী (প্রিমিয়াম)

৬ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক এলিফ শাফাক

অনুবাদক রূপম আদিত্য

সাম্প্রতিক ভূমিকম্পে তুর্কিয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতাই। এই প্রদেশের আরো হাজারো মানুষের মতো দুই সন্তানের জননী, ২৫ বছর বয়সী আলেভ আলতুন এক রাতে নিজের ঘরবাড়ি হারিয়েছেন। আর কোথাও যাওয়ার জায়গা না পেয়ে শেষে তিনি তাঁর প্রাক্তন স্বামীর আমন্ত্রণে তাঁর বাড়িতে আশ্রয় নিতে রাজি হন। আলতুন ভেবেছিলেন, তাঁবু কিংবা ধসে পড়ার ঝুঁকিতে থাকা কোনো দালানে একা থাকার চাইতে নিজের সন্তানদের বাবার সাথে থাকা বেশি নিরাপদ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।