পোস্টস

প্রবন্ধ

ক্রাইমিয়া কখনোই রাশিয়ার ছিলো না (প্রিমিয়াম)

২০ মে ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক এলমাজ আসান

অনুবাদক রূপম আদিত্য

বিগত ৯ বছর ধরে ক্রাইমিয়া প্রায়ই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। বিদেশি সাংবাদিক, রাজনীতিবিদ, পণ্ডিত এবং বিশেষজ্ঞরা ক্রাইমিয়ার ‘কৌশলগত অবস্থান’, ‘সামরিক ও রাজনৈতিক গুরুত্ব’, এবং রাশিয়ার ঐতিহাসিক স্মৃতিতে অঞ্চলটির ‘বিশেষ জায়গা’ নিয়ে আলোচনা করেছেন। তবে তাঁদের কাছে যে ক্রাইমিয়া কেবলই এক আঞ্চলিক ভূ-রাজনৈতিক খেলার মাঠ, আমার কাছে সে ক্রাইমিয়া মাতৃভূমি। আমার জনগণের, অর্থাৎ ক্রাইমিয়ান তাতারদের পরিচয়ের শেকড় এই ক্রাইমিয়ার মাটিতেই গাঁথা। এই সেই মাতৃভূমি, যাকে বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে; এই সেই মাতৃভূমি, যার জন্য আমাদের সংগ্রাম কখনোই থামবে না।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।