২০২১ সালকে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানানোর লক্ষ্যে নতুন একটি কবিতা লিখেছেন আমান্ডা গোরম্যান।
কবিতাটি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।‘নিউ ডে’জ লিরিক’ নামের ৫ স্তবকের ওই কবিতাটিতে ৪৮টি লাইন রয়েছে। এই কবিতায় ২০২১ সালের দুঃখ-কষ্ট, বেদনার পাশাপাশি ২০২২ সালের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।
নতুন বছরের জন্য লেখা এই কবিতায় বিখ্যাত স্কটিশ গান ‘অল্ড ল্যাং সাইন’(পুরনো সেই দিনের কথা) এর উল্লেখ রয়েছে। এছাড়া আরেকটি বিখ্যাত গান ‘উই শ্যাল ওভার কাম’ (আমরা করবো জয়) এর উল্লেখও আছে।আমান্ডা তার ইনস্টাগ্রাম পেজে লেখেন,’আমি নতুন বছর উদযাপন করার জন্য নিউ ডে’জ লিরিক লিখেছি। এছাড়া এই কবিতার মাধ্যমে গত বছরের ক্ষয়-ক্ষতি এবং মানবতাকেও স্মরণ করছি।‘ এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি’তে দান করার জন্য তিনি তার পাঠকদের প্রতি আবেদন জানান। ২৩ বছর বয়সি মার্কিন কবি আমান্ডা গোরম্যানকে বর্তমান কবিতার জগতের সুপারস্টার বলা হয়।
গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে লাইমলাইটে চলে আসেন তরুণ এই কবি। সর্বকনিষ্ঠ ইনাগুরাল পোয়েট হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্থান করে নিয়েছেন তিনি।
সূত্র: কিরকাস রিভিউজ