কাজী আনোয়ার হোসেনের মৃত্যু হলেও ‘মাসুদ রানা’ সিরিজটি চলমান থাকবে। কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সেবা প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি জানান, মাসুদ রানা সিরিজটি চলমান রাখতে সেবা প্রকাশনী খুবই আন্তরিক।
মাসুমা মায়মুরের স্ট্যাটাসটি ফিকশন ফ্যাক্টরির পাঠকদের জন্য নীচে দেয়া হলো:
‘আমার প্রয়াত শ্বশুর আব্বা কাজী আনোয়ার হোসেন ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী।
২০১৬ সালে তাই গোস্ট রাইটারদের সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্ত নেন যে বইয়ের উপরে এখন থেকে সহযোগী লেখকদের নাম যুক্ত করা হবে।
উনি আগে থেকেই ‘মাসুদ রানা’র গোস্ট রাইটারদের পরিচিত করে যেতে চেয়েছিলেন পাঠকের সাথে।
‘মাসুদ রানা’র ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা থেকেই উনি কাজটি করেছিলেন।
উনি চেয়েছিলেন যে ওনার অবর্তমানেও সিরিজটি যেন চলমান থাকে।
‘মাসুদ রানা’ নামটিও উনি পেটেন্ট করে রেখেছিলেন ওনার নামে। প্রতিষ্ঠান হিসেবেও যুক্ত করেছিলেন সেবা প্রকাশনীর নাম।
ওনার পরিকল্পনা ও সিদ্ধান্ত মোতাবেক ‘মাসুদ রানা’ সিরিজটি চলমান রাখতে সেবা প্রকাশনী খুবই আন্তরিক।
‘মাসুদ রানা’র কাহিনী নির্বাচন ও সম্পাদনায় কাজ করবে অভিজ্ঞ ও দক্ষ একটি টিম। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে একটি ভাল মানের মাসুদ রানা পাঠকের হাতে তুলে দিতে।
লেখক হিসেবে কাজী আনোয়ার হোসেনের নাম ও সহযোগী লেখকের নাম পূর্বের মতই যুক্ত থাকবে বইয়ের উপরে।‘
মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট একটি চরিত্র। মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’। এটি ১৯৬৬ সালে প্রথম প্রকাশিত হয়। এখন পর্যন্ত এই সিরিজের ৪ শতাধিক বই প্রকাশিত হয়েছে।