ক্যান্সারে আক্রান্ত কবি ইমতিয়াজ মাহমুদ, সার্জারি কাল
চেন্নাই ডাক্তার দেখাতে এসেছিলাম তিন মাস আগে। ফুসফুস, হার্ট ইত্যাদি বিষয়ক জটিলতা ছিলো। কয়েক বছর ধরেই কথা বলতেও সমস্যা হচ্ছিলো। ভাবছিলাম, কথা না বলতে না বলতে হয়তো এমন হয়েছে। এক সপ্তাহ আগে সিটি স্ক্যান থেকে জানা গেলো থাইরয়েডের সমস্যা। তারা বায়োপসি করতে দিলো। রিপোর্টে ক্যান্সারের আশঙ্কা; সার্জারির পরামর্শ।