ও’ হেনরি প্রাইজ পেলেন অমর মিত্র
অমর মিত্র ‘দ্য ওল্ড ম্যান অব কুসুমপুর’ গল্পের জন্য ২০২২ সালের ও’হেনরি প্রাইজ পান। বাংলায় ‘গাঁওবুড়ো’ নামের এই গল্পটি ইংরেজিতে অনুবাদ করেছেন অনীশ গুপ্ত। গত বছর আমেরিকার সাহিত্য পত্রিকা ‘দ্য কমন’ এ গল্পটি প্রকাশিত হয়।
অমর মিত্র ‘দ্য ওল্ড ম্যান অব কুসুমপুর’ গল্পের জন্য ২০২২ সালের ও’হেনরি প্রাইজ পান। বাংলায় ‘গাঁওবুড়ো’ নামের এই গল্পটি ইংরেজিতে অনুবাদ করেছেন অনীশ গুপ্ত। গত বছর আমেরিকার সাহিত্য পত্রিকা ‘দ্য কমন’ এ গল্পটি প্রকাশিত হয়।
শুক্রবার (১ এপ্রিল) বিখ্যাত এই লেখক তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রিয় কুকুর উইনস্টনের একটি ছবি পোস্ট করেন। এতে উইনস্টনকে আয়েশ করে বসে থাকতে দেখা যায়। আর তার সামনে রয়েছে কিছু লেখা কাগজ এবং কলম।