বর্তমানে পশ্চিমাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কমেডিয়ান থেকে প্রেসিডেন্টে পরিণত হওয়া জেলেনস্কিকে নিয়ে অনেকেরই ব্যাপক কৌতুহল রয়েছে। সেই কথা চিন্তা করেই তার জীবনীগ্রন্থ ইংরেজিতে প্রকাশ করা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা পলিটি বুকস ঘোষণা করেছে সেরহি রুডেনকোর লেখা জেলেনস্কির জীবনী ইংরেজিতে প্রকাশ করবে তারা। এই প্রথমবার জেলেনস্কির জীবনী ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে।
বইটি ইউক্রেনীয় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল নেইডেন এবং আলা পারমিনোভা। এটির নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি: অ্যা বায়োগ্রাফি’।
বইটি যুক্তরাজ্যে ১ জুলাই এবং যুক্তরাষ্ট্রে ২৫ জুলাই প্রকাশিত হবে।
জেলেনস্কি: অ্যা বায়োগ্রাফি বইয়ে শৈশব থেকে শুরু করে কমেডিয়ান হিসেবে তার সফল কর্মজীবনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ঘটনাবলী বিস্তারিত তুলে ধরা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার সাথে শেষ হয়েছে বইটির কাহিনী।
এই বইয়ের লেখক সেরহি রুডেনকো একজন ইউক্রেনীয় সাংবাদিক। রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বর্তমানে তিনি ইউক্রেনে অবস্থান করছেন।
সূত্র: লিটহাব