ঈদুল আজহা উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সংকলন ‘গল্পকল্পদ্রুম’। আর এতে দেখা যাবে কবি ও নির্মাতা রাজীব আশরাফের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মগজে মহাপ্রলয়’।

ঈদের দিন (রবিবার) রাত ১১টা ৫৫ মিনিটে দীপ্ত টিভি এবং ওভার দ্য টপ প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে মগজে মহাপ্রলয়।
১৮ মিনিটের এই চলচ্চিত্রের গল্প লিখেছেন রাজীব নিজেই আর শীর্ষ চরিত্রগুলোতে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমায়রা স্নিগ্ধা ও আসমা বৃষ্টি।

এই অনু দৈর্ঘ্যের চলচ্চিত্রের মধ্য দিয়ে অসুস্থতাজনিত দীর্ঘ বিরতির পর আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরলেন রাজীব আশরাফ।

ফিকশন ফ্যাক্টরিকে তরুণ এই নির্মাতা জানান, গত দুই বছর ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরপর দুটি অপারেশনের পর এখন তিনি প্রায় সুস্থ এবং চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবার ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবার ঈদে ‘গল্পকল্পদ্রুম’ শিরোনামে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। বেঙ্গল মিট নিবেদিত সাইকোলজিক্যাল ঘরানার এসব চলচ্চিত্র পরিচালনা করেছেন একঝাঁক নতুন মুখ। এতে যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগই নতুন শিল্পী। পুরো আয়োজনে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন নির্মাতা অনিমেষ আইচ।
দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে দুটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে।