মিলু আমান ও হক ফারুকের লেখা ‘বাংলার রক মেটাল’ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে আজব প্রকাশ।
শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘরে এই প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাস এবং বিবর্তনের বিশদ বিবরণ নিয়ে লেখা বই বাংলার রক মেটাল। এই বইয়ে ৬০ দশক থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত বাংলা রক ও মেটাল মিউজিকের পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে রয়েছে শতাধিক রক ও হেভি মেটাল ঘরানার ব্যান্ডের জন্মকথা, পথচলার ইতিবৃত্ত ও ডিসকোগ্রাফি।
আজব প্রকাশ থেকে বইটি প্রকাশিত হচ্ছে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।