ক্লারা অ্যান্ড দ্য সান
জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক স্যার কাজুও ইশিগুরোর নতুন উপন্যাস ক্লারা এন্ড দ্য সান।
জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক স্যার কাজুও ইশিগুরোর নতুন উপন্যাস ক্লারা এন্ড দ্য সান।
মাকে নিয়ে তার একমাত্র স্মৃতি, সে বছর দেড়েকের তখন। তার মা খাটের পাশে এক লোককে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। আর সে লোক তার বাবা না। তার মা ব্লাউজ খুলে মাটিতে ফেলে দিয়েছেন। আর ওই লোক, যে তার বাবা নয়, তার মায়ের স্তন চুষছিলেন। টেংগো তাদের পাশেই শুয়ে ঘুমাচ্ছিলো। তার শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিলো...
কথাসাহিত্যিক আফসানা বেগম তার ‘কোলাহল থামার পরে’ উপন্যাসের জন্য জেমকন সাহিত্য পুরস্কার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন। তাকে ৫ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।
ফিকশন বিভাগে ‘ইতি স্মৃতিগন্ধা’ উপন্যাসের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন। একই বিভাগে ‘অ্যাকিলিসের টেন্ডন’ বইয়ের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মালিহা তাবাসসুম। এছাড়া ‘অন্যমনস্ক’ বইয়ের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন জুনায়েদ ইভান।
ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার এই ৪টি শাখায় রকমারিতে সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের ১২জন লেখককে এই পুরস্কার দেয়া হয়। একইসঙ্গে ৩০টি ক্যাটাগরির ৩০জন লেখক এবং ৩০টি বইকেও সম্মাননা স্মারক দেয়া হয়।
বেস্টসেলিং হিস্টোরিক্যাল এই ফিকশনটি শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেসের অবস্থা কল্পনা করে লেখা হয়েছে। ১১ বছরের একমাত্র ছেলে হ্যামনেটকে হারিয়ে তিনি উন্মাদের মত হয়ে গিয়েছিলেন। উপন্যাসের পরতে পরতে সন্তানহারা এই মায়ের বেদনা ফুটে উঠেছে।