৭২ বছর পর আব্দুর রাজ্জাকের পিএইচডি থিসিস গ্রন্থাকারে প্রকাশিত
হ্যারল্ড লাস্কির তত্ত্বাবধানে পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া থিসিসটি করেছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু থিসিস জমা দেয়ার আগেই মারা যান লাস্কি। ফলে তার থিসিস মূল্যায়ন করার যোগ্য কেউ নেই, এই বিবেচনায় তিনি এটি জমা না দিয়েই দেশে ফিরে আসেন।