বাশায়ের আরিফকে বই লেখার অনুপ্রেরণা দিয়েছিল যে বিড়াল
বাশায়ের আরিফ দুবাইয়ের রাস্তায় ঘুরে বেড়ানো বিড়ালদের নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করেন। তিনি আশা করেন, তার বই পড়ে মানুষ অ্যারাবিয়ান মাউ নিয়ে আগ্রহী হবে। এমনকি যারা বিড়াল পছন্দ করে না, তারাও বইটি পড়বে।