‘দ্য স্পাইমাস্টার অব বাগদাদ’ বইয়ে ইরাকিদের সাহসিকতার গল্প বলেছেন মার্গারেট কোকার
পশ্চিমা জোট বাহিনী আইএসকে পরাজিত করেছে বলে যে প্রচলিত দৃষ্টিভঙ্গি রয়েছে, দ্য স্পাইমাস্টার অব বাগদাদ বইটি সেই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানায়। এই বইয়ের মাধ্যমে লেখক মার্গারেট কোকার বলতে চেয়েছেন, পশ্চিমা শক্তি নয় বরং সাধারণ ইরাকি জনগণের জাতীয়তাবাদী চেতনার কারণেই পরাজিত হয়েছে দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠী আইএস।