প্রথমবার হিন্দি উপন্যাস পেল ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ
‘টুম্ব অব স্যান্ড’ উপন্যাসের জন্য গীতাঞ্জলি শ্রী এই পুরস্কার পান। হিন্দিতে বইটির নাম ‘রেত সমাধি’। এটি ইংরেজিতে অনুবাদ করেন ডেইজি রকওয়েল।
‘টুম্ব অব স্যান্ড’ উপন্যাসের জন্য গীতাঞ্জলি শ্রী এই পুরস্কার পান। হিন্দিতে বইটির নাম ‘রেত সমাধি’। এটি ইংরেজিতে অনুবাদ করেন ডেইজি রকওয়েল।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বুকার প্রাইজের ফেসবুক পেজে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বইয়ের নাম প্রকাশ করা হয়।তালিকার ৬জন লেখকের মধ্যে ৫ জনই নারী।
এবারে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য ১৩৫ টি বই জমা পড়েছিল। এর মধ্যে থেকে ১৩টি বই বেছে নিয়েছেন বিচারকরা। এবারই প্রথম হিন্দি ভাষার একটি বই প্রাথমিক তালিকায় স্থান করে নিয়েছে।