শঙ্কামুক্ত কবি ইমতিয়াজ মাহমুদ, ফিরেছেন ফেসবুকে
আল্লাহর রহমতে চিকিৎসার প্রথম ধাপ প্রায় শেষ হয়েছে। অ্যাপোলোর ডাক্তারদের ধন্যবাদ। একাধিক টিউমার ছিলো। তারা থাইরয়েড পুরোটা ফেলে দিয়েছে। ক্যালসিয়াম লেভেল কমে যাওয়া ছাড়া এখন পর্যন্ত বড় কোনো জটিলতা দেখা দেয়নি। সব ঠিক থাকলে ছয় থেকে আট/দশ সপ্তাহ পর থেরাপি শুরু হবে।