মারা গেছেন গীতিকার কাউসার আহমেদ চৌধুরী
অনেক জনপ্রিয় আধুনিক গান রচনা করেছেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে - আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে।