আয়েশা আল-বাউনিয়া: মধ্যযুগের সুফি কবি
তিনি আরবি ভাষাতেই লেখালেখি করতেন। একুশ শতকে তার কিছু কাজ ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। সুফিবাদ নিয়ে লেখা তার পান্ডুলিপি ইংরেজিতে অনুবাদ করেছেন মার্কিন শিক্ষাবিদ টিএইচ. এমিল হোমরিন। বইটির নাম ‘দ্য প্রিন্সিপালস অব সুফিজম’।