সৌদি আরবের রিতাজ আল হাজমি বিশ্বের কনিষ্ঠতম নভেল সিরিজ লেখক
বর্তমানে ১৪ বছর বয়সি এই লেখক জানিয়েছে, প্রথম বই প্রকাশের পর থেকেই গিনেস ওয়ার্ল্ডের এই খেতাব পাওয়ার জন্য লক্ষ্য স্থির করে সে। এরপর ২০২০ সালের অক্টোবরে এই রেকর্ডের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে।