রকমারি বেস্টসেলার ফিকশন রাইটার সাদাত হোসাইন
ফিকশন বিভাগে ‘ইতি স্মৃতিগন্ধা’ উপন্যাসের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন। একই বিভাগে ‘অ্যাকিলিসের টেন্ডন’ বইয়ের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মালিহা তাবাসসুম। এছাড়া ‘অন্যমনস্ক’ বইয়ের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন জুনায়েদ ইভান।