বুকার প্রাইজের প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছে ১৩টি বই
এবারের তালিকায় বুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সি একজন লেখকের বই স্থান পেয়েছে। ২০ বছর বয়সি মার্কিন লেখক লেইলা মটলি’র লেখা প্রথম উপন্যাস ‘নাইটক্রলিং’কে বেছে নিয়েছেন বিচারকরা। বইটি লেখার সময় তিনি মাত্র ১৭ বছর বয়সি কিশোরী ছিলেন।