প্রথম লিবিয়ান হিসেবে আইপিএএফ জিতলেন মোহাম্মদ আলনাস
রবিবার(২২ মে) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে আইপিএএফ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মোহাম্মদ আলনাস তার প্রথম উপন্যাস ‘ব্রেড অন আঙ্কেল মিলাদ’স টেবিল’ এর জন্য এই পুরস্কারটি পান।