বড় পর্দায় দেখা যাবে ‘হ্যামনেট’
বেস্টসেলিং হিস্টোরিক্যাল এই ফিকশনটি শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেসের অবস্থা কল্পনা করে লেখা হয়েছে। ১১ বছরের একমাত্র ছেলে হ্যামনেটকে হারিয়ে তিনি উন্মাদের মত হয়ে গিয়েছিলেন। উপন্যাসের পরতে পরতে সন্তানহারা এই মায়ের বেদনা ফুটে উঠেছে।