হিরো আলম: দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেছেন যিনি
বহুল আলোচিত এই হিরো আলম কিন্তু আস্ত একটি বইয়েরও লেখক। তার বইয়ের নাম 'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো'। বইয়ের প্রচ্ছদে তিনি লিখেছেন, ‘বিখ্যাত হতে আসিনি, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে চেয়েছি'। এটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।