বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মনিকা আলীর নতুন উপন্যাস ‘লাভ ম্যারেজ’
জুনিয়র ডাক্তার ইয়াসমিন ঘোরামি এবং তার সহকর্মী জো স্যাংস্টারের বাগদানকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী এগিয়ে যায়। লন্ডনে বাস করা ২৬ বছর বয়সি ইয়াসমিনের বাবা-মা মূলত কলকাতার ছিলেন। অপরদিকে উচ্চ মধ্যবিত্ত জো স্পষ্টভাষী নারীবাদী লেখক হ্যারিয়েটের সন্তান। এতসব ভিন্নতা সত্ত্বেও দুটি পরিবার কীভাবে একত্রিত হয় তাই লাভ ম্যারেজ উপন্যাসে তুলে ধরা হয়েছে।