পোস্টস

চিন্তা

বিষাক্ত বাক্যযন্ত্র

১০ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

আমি বিষে আক্রান্ত হওয়ার পর আমার নেই সেই বিষাক্ত বাক্যযন্ত্র,শুধু আছে শূন্য কন্ঠের আক্ষেপ।

 

 আমার আপন নেই বলে এই মুহুর্তে যে আপন মনে হয় না সেটা নিতান্তই মূর্ছনা।হত্যার কয়েদি সেজে নিজেই অপরাধের সাজায় ভুগছি আর দিন গুনছি মুক্তি পাবো কবে।আচ্ছা সময়ের কাটা কি বৃত্তের বাহিরেও তার পরিধি বাড়িয়েছে? তবে কথার ভাষায় ভুলে যেও না আমি কবি আঘাত করি কাব্যের ছলে।