পরম শান্তির দ্বারপ্রান্তে (Premium)
"যেখানে ভক্তির অগ্নিশিখা প্রজ্বলিত, সেখানে মোহের তমসা বিলীন হয়; যেখানে হরিনাম সংকীর্তনের সুর ধ্বনিত, সেখানে আত্মা পরম ব্রহ্মের সান্নিধ্যে বিকশিত হয়। রাধারমণের অপার করুণাধারায় প্রতিটি প্রার্থনা হয়ে ওঠে মোক্ষের সোপান, যেখানে ঈশ্বরীয় চেতনার শাশ্বত আলোকধারা অনবরত প্রবাহিত।"

অবসর সময়ে লেখক কবিতা ও গল্প লেখতে সাচ্ছন্দ্যবোধ করেন।