বিশ্ব সাহিত্য
তুমি কাছে এলে
তোমার চুলের গন্ধ লুকানোআমার সুখের ঠিকানা—সে এক এমন অন্ধকারযেখানে আলো দরকার হয় না,শুধু নিঃশ্বাসের ওঠানামায়চেনা যায় পথ। তুমি কাছে এলেশরীর নয়, আগে কাঁপে সময়,মুহূর্তগুলো ধীরে ধীরেখসে পড়ে আমাদের গা থেকে।ঠোঁটের ভাষা থেমে গেলেচামড়ার নিচে শুরু হয়আরেক গোপন কথোপকথন। আঙুলের স্মৃতিস্পর্শ...
Reporter