ব্যবহারবিধি

ব্যবহারবিধি

কিভাবে রেজিস্ট্রেশন করবেন

  1. উপরে ডান দিকে রেজিস্ট্রেশন লেখা আছে। সেখান থেকে রেজিস্টার করেন। তারপর নিউ পোস্ট ক্লিক করেন। নতুন পোস্ট লিখেন। লেখা শেষ হলে নীচের দিকে দাম ঠিক করার অপশন আছে। দাম ঠিক করে পাবলিশ করে দিন। পাঠকদের জানাতে সোশাল মিডিয়ায় শেয়ার করুন। প্রতিটা পোস্ট বিক্রির সাথে সাথে নোটিফিকেশন পাবেন। আপনার ড্যাশবোর্ডে বিক্রির বিস্তারিত তথ্য দেখা যাবে। টাকা জমা হলে উইথড্র বাটনে ক্লিক করুন। আপনার যে কোন ডিজিটাল একাউন্ট যুক্ত করে টাকাটা ট্র্যান্সফার করে নিন।
  2. রেজিস্টার্ড পাঠকরা লেখা পড়তে চাইলে ওপেন করে নীচ থেকে এড টু কার্টে ক্লিক করেন। উপরে ডানদিকে কার্ট আছে, সেখানে ক্লিক করলেই কার্টে জমা সব লেখা পাবেন। পেমেন্টে ক্লিক করেন। বিকাশ নগদ ভিসা কার্ড বা দুনিয়ার যে কোন জায়গা থেকে যে কোন ডিজিটাল একাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করলেই লেখাটা উন্মুক্ত হবে, তখন পড়বেন।
  3. ফিকশন ফ্যাক্টরিতে রেজিস্টার করা ফেসবুকে রেজিস্টার করার চেয়েও সহজ। ফিকশন ফ্যাক্টরিতে পেমেন্ট করা দুনিয়ার যে কোন ই-কমার্স সাইটে পেমেন্ট করার চেয়েও সহজ। তারপরও কোন সমস্যা হলে ফিকশন ফ্যাক্টরির ফেসবুক পেইজে অভিযোগ করেন, ২৪ ঘন্টার মধ্যে সমাধান পাবেন।
  4. প্রথম ১০০০ স্টার গ্রাহক ৬০% রয়্যালিটি পাবেন। বাকিরা ৫০% রয়্যালটি পাবেন।
  5. আপনার উপার্জন দেখতে পাবেন "আমার উপার্জন" পাতায়। 
  6. বেটা ভার্শন হওয়ার কারণে গ্রাহকরা অনেকগুলাও সুবিধা উপভোগ করতে পারছেন না। ফুল ভার্শন দ্রুতই উন্মুক্ত হতে যাচ্ছে। ফিকশন ফ্যাক্টরি সাহিত্যের ওপেন মার্কেটপ্লেস। নতুন পুরান যেটাই বিক্রি করেন, সেটাই আপনার প্রথম লেখা। এখানে সব লেখা বিক্রি করতে পারবেন।

    সতর্কতা: ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত লেখা এখানে প্রকাশ করা যায় না।

লেটেস্ট