পোস্টস

চিন্তা

শঙ্খচিলের ডানা

১০ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

শঙ্খচিলের ডানায় বসে পাড়ি দিতে চাই নীল আকাশ,ডানা মেলা অশ্ব বসে ছুটতে চাই নীড় হতে নীল দিগন্তের এপাড়-ওপাড়।

 

দেখতে চাই মহাসমুদ্র, হাটতে চাই নোনাপানির তীর ঘেষে ঢেউয়ের সংস্পর্শে ।

 

পাহাড়ের চূড়ায় বসে দেখতে চাই মুশলধারায় বৃষ্টি, সঙ্ঘ গড়ে চাই মেঘের সাথে।  

শুনেছি পাহাড়ের হাওয়ায় নাকি প্রান আছে!

 

শুনেছি দুধসাদা তুষার দেখতে নাকি চমৎকার!তাই একদিন পাড়ি দিতে চাই সীমানা পেরিয়ে তুষার রাজ্যে।

এতো অপূর্ব সৃষ্টি প্রতি মায়া হয়,আর লাগে না ভালো লোকালয়।