পোস্টস

গল্প

মহাজাগতিক (প্রিমিয়াম)

১৩ মে ২০২৩

সাকিবুর রহমান রোহান

মূল লেখক সাকিবুর রহমান রোহান

আমি সৌন্দর্যকে দেখতে পারি। এক প্রকার তীব্র অনুভূতি নিয়ে দেখতে পারি। কিন্তু এই দেখতে পারাটাই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

রবীন্দ্রনাথের লেখা এখানে একশতে একশ মিলে গেছে। 

" বাজিল বুকে সুখের মতো ব্যথা। "


সুন্দর দেখলেই আমি মোহে আটকে যাই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তবে বেশীক্ষণ তাকিয়ে থাকতে পারিনা।মাথা ধরে আসে। একদিন হয়েছে কী কোনো এক জ্যোৎস্না রাতে বিলের জলে নৌকা ভাসিয়েছি। সাথে কয়েকজন বন্ধু আর মাঝি। কি সুন্দর চাঁদের রং! কথা নেই বার্তা নেই হঠাৎ কোত্থেকে মেঘ এসে বৃষ্টি ঝরতে শুরু করলো।মেঘের আড়ালে জ্যোৎস্না ঢাকা পড়ে গেল কিন্তু আমার মনে হতে থাকলো জ্যোৎস্বা বৃষ্টি বেয়ে আমাকে ভিজিয়ে দিচ্ছে। যেন প্রতিটি বিন্দুই রূপালী জলকণা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।