- Status Active
- Member since September 11, 2023
- Post Count ১
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
সাহিত্যচর্চা
আমি ভাই লেগে থাকা লোক এবং একই সাথে ভালোবাসার কাঙাল। যেখান থেকে আমি ভালোবাসা পাই, সেখানে লেগে থাকি। তা সে কাজ হোক, জায়গা হোক আর প্রকৃতি বা প্রাণী হোক। যেটা আপন মনে করি, যে আমাকে আপন মনে করে, আমি তার সাথে লেগে থাকি। কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে নয়, কেবল পথচলায়। আর এর কোনো বিনিময় চাই না। তবে এটা জানি, লোকে যা দেয়, তা পায়। যতটুকু দেয়, ততটুকু পায়। এ অমোঘ নিয়ম। সোনার হরিণ চাই না। তবে হাতে পাওয়া সোনার গৌর ছেড়েও দিই না। আমি বিশ্বাস করি, ভালোবাসার মতো ভালোবাসলে অসম্ভবও সম্ভব হয়।
আমার ভালোবাসা আর নিষ্ঠায় কোনো ছেদ নেই। কৃত্রিম প্রতিবন্ধকতা বা অনিয়ম থাকতে পারে কিন্তু সংশ্লিষ্টতায় কোনো ঘাটতি নেই।
এভাবেই লেগে আছি নিজের ভালোবাসার কাজগুলোর গা ঘেঁষে, হাত ধরে। জীবিকার দায়ে কর্ম করি আর জীবনের টানে কাজ... এইতো। এটুকুই পরিচয়। এর চেয়ে বেশি পরিচিতির হকদার হয়ে উঠতে পারিনি।
'কালদীর্ঘায়নের সূত্র' আমার পূর্ণাঙ্গ কবিতার প্রথম বই। প্রকাশ করেছে বাংলা জার্নাল। ২০২১ সালে।
এর আগে একটি অণুকাব্যের বই প্রকাশ পেয়েছে ২০১৩ সালে। নাম- সময়ের গন্ধ শুঁকে।
আমার ভালোবাসা আর নিষ্ঠায় কোনো ছেদ নেই। কৃত্রিম প্রতিবন্ধকতা বা অনিয়ম থাকতে পারে কিন্তু সংশ্লিষ্টতায় কোনো ঘাটতি নেই।
এভাবেই লেগে আছি নিজের ভালোবাসার কাজগুলোর গা ঘেঁষে, হাত ধরে। জীবিকার দায়ে কর্ম করি আর জীবনের টানে কাজ... এইতো। এটুকুই পরিচয়। এর চেয়ে বেশি পরিচিতির হকদার হয়ে উঠতে পারিনি।
'কালদীর্ঘায়নের সূত্র' আমার পূর্ণাঙ্গ কবিতার প্রথম বই। প্রকাশ করেছে বাংলা জার্নাল। ২০২১ সালে।
এর আগে একটি অণুকাব্যের বই প্রকাশ পেয়েছে ২০১৩ সালে। নাম- সময়ের গন্ধ শুঁকে।