লেখক প্রোফাইল

হোসেন শহীদ মজনু
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ২৫ মে ২০২৪
  • পোস্ট সংখ্যা
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

হোসেন শহীদ মজনু

নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি মেসেঞ্জার

ছোটগল্পকার, কবি হোসেন শহীদ মজনুর প্রধান পরিচয়– তিনি সাংবাদিক। তার প্রথম নেশা- লেখালেখি। প্রথম কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি কমরেড'(২০০৯)।  এছাড়াও গল্পগ্রন্থ 'ভূত অথবা ভবিষ্যতের গল্প' (২০১১), 'ভাষাচিত্র নির্বাচিত ছোটো গল্প' (২০১৯, সম্পাদনা), 'ছোটদের মজার মজার ভূতের গল্প' (২০২০, সম্পাদনা),  গল্পগ্রন্থ ‘জুলাইয়ের প্রেমহীন দিনগুলো’ (২০২২) ও প্রবন্ধগ্রন্থ ‘করোনার বিমর্ষ দিন ও ছাঁটাইকলের গান’ (২০২৪) । সম্পাদনা করছেন ছোটোকাগজ বাংলানামা।  

চলচ্চিত্র নির্মাণকাজে তৌকীর আহমেদের প্রথম চলচ্চিত্র জয়যাত্রা’য় সহকারী পরিচালক ছিলেন। বণিক বার্তা ও দৈনিক যুগান্তরের বার্তা সম্পাদক ছিলেন। এর আগে অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমে প্রধান বার্তা সম্পাদক, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমে বার্তা সম্পাদক ছিলেন। তিনি একসময় দৈনিক বর্তমানে যুগ্ম বার্তা সম্পাদক, প্রাইমখবর ডটকমে সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি দৈনিক সকালের খবর, দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সংবাদে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।  

নির্বাচিত পোস্টস