- Status Active
- Member since June 10, 2024
- Post Count ১
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
লেখালেখি
আমিনুল ইসলাম হুসাইনী।
জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৯৪। কুমিল্লা জেলার বাঙ্গরা থানার অন্তর্গত ডালপা গ্রামে। পিতা মরহুম আব্দুল মান্নান, মা জোহরা খাতুন।
আমিনুল ইসলাম হুসাইনী'র অনন্য প্রতিভার স্বাক্ষর ফোটে উঠে তার প্রথম গল্পগ্রন্থ 'জীবন নদীর বাঁকে' প্রকাশের মাধ্যমে। মাত্র অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলেটির বুদ্ধিবৃত্তিক উদ্ভবনী এবং অসম্ভব প্রতিভা পাঠক মহলকে তখন দারুণ বিস্মিত করে।
উদিয়মান এই গল্পকার 'মাসিক আদর্শনারী' থেকে 'সবুজ কুঁড়ি সম্মাননা ২০১২' এবং 'একুশে বইমেলা-২০১৮' এ 'জিলাপি' (কিশোর গল্পগ্রন্থ) ও 'চাঁদ উঠেছে মরুর বুকে' (শিশুতোষ ছড়াগ্রন্থ) লিখে 'ক্যারিয়ার সম্মাননা ২০১৮' এবং 'রবীন্দ্রনাথ কথা রাখেনি' উপন্যাসে লেখকফোরাম সম্মাননা ২০২০ অর্জন করেন।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ০৯ টি।
তিনি লিখছেন মানুষের জন্য। সুন্দর পৃথিবীর জন্য। স্বপ্নবাজ এ ইশব্দশিল্পীর কলমে আজীবন অব্যাহত থাকুক মানবতার এই জয়োগান।