
- Status Active
- Member since June 10, 2024
- Post Count ২
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
লেখক, প্রোগ্রামার ও শিক্ষক
হৃদয় হোসেন রাব্বি – তরুণ লেখক ও প্রযুক্তিবিদ
হৃদয় হোসেন রাব্বি একজন তরুণ লেখক, গ্রাফিক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সাংবাদিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। চাঁদপুরে জন্ম হলেও তিনি গাজীপুরে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি ও লেখালেখির প্রতি তার গভীর আগ্রহ ছিল। বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
তিনি একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে ফ্রিল্যান্সিং ও বিভিন্ন অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড, কেয়া কসমেটিকস স্টুডেন্ট ফোরাম, মজার স্কুল, আইসিটি অলিম্পিয়াড, আদর্শ প্রকাশনী ও প্রোগ্রামিং হিরো-এর সঙ্গে কাজ করেছেন।
তার প্রথম প্রকাশিত ইবুক "মিশন ইউটিউব" এবং তিনি গাজী মিজানুর রহমানের বই "তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে"-এর প্রচ্ছদও ডিজাইন করেছেন।
তিনি জুনিয়র পার্লামেন্ট বাংলাদেশ, ইউনিডো বাংলাদেশ, আস্তাকুঁড়-এর প্রতিষ্ঠাতা এবং তার সাইবার সিকিউরিটি উদ্যোগ "আন্ডার কন্ট্রোল সাইবার বাংলাদেশ" তরুণদের সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে কাজ করছে।
হৃদয় হোসেন রাব্বি একজন তরুণ লেখক, গ্রাফিক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সাংবাদিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। চাঁদপুরে জন্ম হলেও তিনি গাজীপুরে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি ও লেখালেখির প্রতি তার গভীর আগ্রহ ছিল। বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
তিনি একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে ফ্রিল্যান্সিং ও বিভিন্ন অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড, কেয়া কসমেটিকস স্টুডেন্ট ফোরাম, মজার স্কুল, আইসিটি অলিম্পিয়াড, আদর্শ প্রকাশনী ও প্রোগ্রামিং হিরো-এর সঙ্গে কাজ করেছেন।
তার প্রথম প্রকাশিত ইবুক "মিশন ইউটিউব" এবং তিনি গাজী মিজানুর রহমানের বই "তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে"-এর প্রচ্ছদও ডিজাইন করেছেন।
তিনি জুনিয়র পার্লামেন্ট বাংলাদেশ, ইউনিডো বাংলাদেশ, আস্তাকুঁড়-এর প্রতিষ্ঠাতা এবং তার সাইবার সিকিউরিটি উদ্যোগ "আন্ডার কন্ট্রোল সাইবার বাংলাদেশ" তরুণদের সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে কাজ করছে।