- Status Active
- Member since June 10, 2024
- Post Count ৪২
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি নওরোজ বিপুল। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত সগুনা গোপিনাথপুর নামে ছোট্ট একটা গ্রামে আমার জন্ম। নিজ গ্রামের ‘সৃজনী উচ্চ বিদ্যালয়’ থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি কবি নজরুল কলেজ থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি।
যে কোনো ধরনের বই পড়তে পছন্দ করি। থ্রিলার, এ্যাকশন ও কমেডি ঘরানার মুভি দেখতে আমার অনেক ভালো লাগে। পাশাপাশি লিখতে পছন্দ করি। নিজের লেখা প্রকাশ করার জন্যই আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে।
যে কোনো ধরনের বই পড়তে পছন্দ করি। থ্রিলার, এ্যাকশন ও কমেডি ঘরানার মুভি দেখতে আমার অনেক ভালো লাগে। পাশাপাশি লিখতে পছন্দ করি। নিজের লেখা প্রকাশ করার জন্যই আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে।