- Status Active
- Member since June 11, 2024
- Post Count ১
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
আবেদনময়ী কবি
ফাইয়াজ ইসলাম ফাহিম কে "প্রেমের কবি 'বলে কবি পাড়ার লোকজন। কারণ, তার সকল কবিতায় প্রেমের সুষমা মাখানো! খুলনার যশোর জেলার চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের কন্যা আলেকজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল,কবি তাকে এ্যাত্তটাই ভালবাসতো যে প্রতিদিন তাকে কবিতা উপহার দিতো,কিন্তু দূর্ভাগ্য যে কবি তাকে আপন করতে পারেনি কেন না কবি ছিলেন বাউন্ডুলে এবং তার প্রেমিকার থেকে দু'বছরের ছোট্ট, সামাজিক ব্যবধান, তাছাড়া কবি'র চাকুরী ছিলো না আর চাকুরী হবেই বা কেন? কবি কখনো চাকুরী করার পক্ষে ছিল না,কবি থাকতে চেয়েছিলেন স্বাধীন।প্রেমিকা হারানোর শোকে তিনি ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন সংগঠন প্রতিষ্ঠা করে যদিও এর কার্যক্রম ২৫টি দেশে চললাম ছিল কোভিট ১৯ এর জন্য এবং পৃষ্ঠপোষকতার অভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তার কবিতার লিখনশৈলী অন্য কবি এবং কবিতার থেকে আলাদা তার কবিতায় নতুনত্ব আছে অনেক কবি বলেন। উল্লেখ্য যে তিনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ব্লগার…