লেখক প্রোফাইল

মুহাম্মদ আবু তালহা
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ১৫ জুন ২০২৪
  • পোস্ট সংখ্যা
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

মুহাম্মদ আবু তালহা

বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছি। 

পরিবারের হাজারো বিধিনিষেধের মাঝেও ছোটবেলার দূরন্তপনায় অংশ নিয়েছি আমিও। একপর্যায়ে নিজেকে আঁটকে ফেলি ঘরের কোণে। বাসায় রাখা দৈনিক, মাসিক পত্রিকা সাথে ফুটপাত থেকে কেনা গল্পের বই পড়া শুরু করি।

ক্লাস ফোরে ছড়া-কবিতা লেখা শুরু করলেও একসময় থেমে যায়। ক্লাস সেভেন ওঠার পর কাজী নজরুল ইসলাম এর মৃত্যুক্ষুধা উপন্যাস পড়ি, এরপর তার এবং অন্য বিখ্যাত লেখকদের লেখা পড়তে থাকি। 

"দৈনিক কালের কন্ঠে"র ম্যাগাজিন "টিনটিন টুনটুন" এ ছাপা হয় আমার লেখা গল্প "টুটুনের ফুল বাগান"। এরপর বাংলাদেশ প্রতিদিন, সকালের খবর, সমকাল, ইত্তেফাক, জনকন্ঠ, আমার দেশসহ বেশ কয়টা জাতীয় পত্রিকায় আমার ছড়া, কবিতা, গল্প, রম্য রচনা ও কলাম ছাপা হয়। 

মানুষে ও প্রকৃতির মিশে থাকায় আমার গল্প, কবিতার অনুষঙ্গও মানুষ ও প্রকৃতি কেন্দ্রিক। লেখালেখি আমাকে আনন্দ দেয়, আমি চাই আমার লেখার মাধ্যমে যাতে একটু হলেও মানুষের চিন্তার খোরাক জোটে। 


নির্বাচিত পোস্টস