- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ২৫ এপ্রিল ২০২৪
- পোস্ট সংখ্যা ১
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ০
Writor
যখন পূর্ণিমার হলুদাভ চাঁদ উঠেছিল
আকাশ জুড়ে আলোর খেলা খেলে।
আমি তখন মাঝ উঠানে পাটির বুকে
শুয়ে ছিলাম পায়ের উপর পা তুলে।
হঠাৎ একটা দমকা হাওয়া
বললো আমায় ডেকে,
আজকে থেকে তাকাও চেয়ে
লেখা-লেখির দিকে
চাঁদ মামা তাই হেসে বলে
আজ আমি তোর পাঠক।
সাহিত্যের এই সাজানো ঘরে
স্বাগত তোমায়, লেখক।
প্যালিন্ড্রোমিক নাম আমার
উল্টে পাল্টে একই আমি, মঞ্জুরুল রুঞ্জুম,
কলম হাতে দাপিয়ে বেড়াই
বাংলা,ভারত, ব্রিটেন, গ্রিসে, আরব, ইরাক, রুম।
আকাশ জুড়ে আলোর খেলা খেলে।
আমি তখন মাঝ উঠানে পাটির বুকে
শুয়ে ছিলাম পায়ের উপর পা তুলে।
হঠাৎ একটা দমকা হাওয়া
বললো আমায় ডেকে,
আজকে থেকে তাকাও চেয়ে
লেখা-লেখির দিকে
চাঁদ মামা তাই হেসে বলে
আজ আমি তোর পাঠক।
সাহিত্যের এই সাজানো ঘরে
স্বাগত তোমায়, লেখক।
প্যালিন্ড্রোমিক নাম আমার
উল্টে পাল্টে একই আমি, মঞ্জুরুল রুঞ্জুম,
কলম হাতে দাপিয়ে বেড়াই
বাংলা,ভারত, ব্রিটেন, গ্রিসে, আরব, ইরাক, রুম।