তোমরা দিচ্ছো!
আমারটা থেকেই আমাকে দিচ্ছো
কিন্তু ঋণ হিসেবে,
দান হিসেবে।
আমার অধিকার কেড়ে নিয়ে
তুমি দান করছো,
মহৎ কাজ করছো।
আমি তো দয়া চাইনে
আমি চাই অধিকার।
তোমার দান তোমার নিজের
কাছে রেখে দাও
আমাকে বুঝিয়ে দাও আমার অধিকার।
নাহয় ঝড় উঠবে,
মনে নেই কী হয়েছিলো রাশিয়ায়!
পৃথিবীর দখল আবারও নিয়ে নেবে মানুষ
আর আমরা কবিতার তালে তালে নৃত্য করবো।
85
View